মিরপুর বিআরটিএতে অভিযানে ১২ দালাল আটক

Passenger Voice    |    ১২:০৫ পিএম, ২০২৪-০৩-১১


মিরপুর বিআরটিএতে অভিযানে ১২ দালাল আটক

প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মিরপুর সার্কেলে শৃঙ্খলা ফেরাতে ও দালালদের হয়রানী থেকে গ্রাহকদের হয়রানীমুক্ত সেবা প্রদানের জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ। প্রযুক্তির ব্যবহারে দালালদের নিয়ন্ত্রণ করতে  চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে গতকাল ১২ জন দালালকে আটক করা হয়। আটক দালালদের মধ্যে ৭ জনকে ২ মাস ও ২ জনকে ১ মাসের করে মোট ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ১০ই মার্চ রবিবার মিরপুর বিআরটিএ’র কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এই  অভিযানে পরিচালনা করে আটক দালালদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

আটককৃতরা হলেন, বাইশটোকি মিরপুর-১৩  বাসিন্দা মৃত আবুল খালেক এর পুত্র মোঃ মনির হোসেন (৫০), মিরপুর আমতলা বাজার সেনপাড়া পর্বতার বাসিন্দা হেমায়েত হোসেন এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২৩), মোঃ দেলোয়ার হোসেন এর পুত্র মোঃ বাদশা (২০),  মোঃ বুলবুল আহমেদ (২৬),  মোঃ জামাল (২৮),  মোঃ রাসেল (১৮), মিরপুর বাইশটোকি হাজী আলী হোসেন রোডের বাসিন্দা মোঃ টিপু সুলতান (২৮), পল্লবী সেকশন-১০ ব্লক এ এর বাসিন্দা তানজিল চৌধুরী (৫৩), মিরপুর বৌ বাজারের বাসিন্দা মোঃ আল আমিন (২৬) ।

বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিঃ) রফিকুল ইসলাম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান এর আমলে যে পরিমান পরিবর্তন ও স্বচ্ছতা এসেছে সেটা বিআরটিএ’র ইতিহাসে বিরল।  আমার অফিস দালাল মুক্ত করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে দালালরা গ্রেফতারও হচ্ছে। আমরা কার্যালয়ে আসা সম্মানিত গ্রাহকদের অনুরোধ করছি যে সব কাজ অনলাইনে হয় সেগুলো অনলাইনে করে ফেলার। 

এই কর্মকর্তারা আরো বলেন, এখন বিআরটিএ’তে একরকম ‘শুদ্ধি অভিযান’ চলছে। কর্মকর্তারা কোনো ধরনের দালালের হয়রানি ও তদবিরের ঝামেলা ছাড়াই কাজ করতে পারছেন। এ অবস্থা চালু থাকলে দেশের পরিবহন ব্যবস্থা অনেকখানি নিয়মতান্ত্রিক হবে।  তবে সুবিধা না পেয়ে বেশ কিছু তদবির বানিজ্যের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা বিআরটিএর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। সরকারের এই উন্নয়ন কর্মযজ্ঞ প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থানৈশি মহল সব সময় কাজ করেন।